নড়াইল-২ আসনে নৌকার মনোনয়ন পেলেন মাশরাফি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৮, ১২:৩৭ | আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১২:৪০
চাঁদপুর পোস্ট ডেস্ক

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এর আগে গত ১ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাশরাফিকে মনোনয়নের চিঠি দেওয়া হয়।
এদিকে জানা গেছে, ইতিমধ্যে এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে জড়িয়ে ফেলেছেন মাশরাফি।
সূত্র : কালের কণ্ঠ