• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের বর্ধিত সভায় ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি

কৃষক লীগকে নৌকার বিজয় নিশ্চিতে নিরলস কাজ করতে হবে

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ১০:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার পাটওয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম আরিফের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। এ সময় তিনি বলেন,  আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমাদের তথা ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে যে, তারা উন্নয়ন, শান্তি এবং স্বাধীনতার পক্ষে ভোট প্রদান করবেন, না দুর্নীতির দায়ে কারাভোগ করা নেতার দল, স্বাধীনতা বিরোধী শক্তি এবং সুবিধাবাদীদের পক্ষ নিবেন। তবে সাধারণ ভোটারদের এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করতে হবে। কৃষক লীগকেই সেই গুরুদায়িত্ব বহনে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। অর্থাৎ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন  কৃষক লীগকে নৌকার বিজয় নিশ্চিতে নিরলস কাজ করতে হবে। এর সাথে সকল সংগঠনকে এক হয়ে কাজ করতে হবে। সকলকে তার নিজ নিজ কেন্দ্রগুলোতে নৌকা মার্কাকে জয়যুক্ত করতে হবে। এ উপজেলায় মোট ১১৮টি ভোট কেন্দ্র রয়েছে। আমরা সকলে মিলে প্রতিটি ভোট কেন্দ্রে নৌকার জয় নিশ্চিত করবো।
    সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী, জেলা আওয়ামী বঙ্গবন্ধু পরিষদের সদস্য অ্যাডঃ হুমায়ুন কবির ও ইকবাল হোসেন। সভায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সফর আলী সওদাগর, উপজেলা যুব লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী সফিকুর রহমান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, পৌর কৃষকলীগের সভাপতি আবুল কাশেম পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।