• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইসির বৈঠক শেষ, চলছে রেকর্ড

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৮, ১৪:১০ | আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৪:১৩
চাঁদপুর পোস্ট ডেস্ক
প্রিন্ট

একাদশ সংসদ নির্বাচনের ভোটের দিনক্ষণ চূড়ান্ত করে কমিশন বৈঠক শেষ হয়েছে। দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে চার নির্বাচন কমিশনার হাসিমুখে একসঙ্গে বেরিয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কক্ষ থেকে।

বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সিইসির কক্ষে এ সভা হয়। তাতে ভোটের তারিখ চূড়ান্ত করা হয়।

সবার ঐক্যমতের ভিত্তিতে তফসিল চূড়ান্ত করে বৈঠক শেষ হল কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী বলেন, ‘এভরিথিং ইজ ফাইন। জাস্ট ওয়েট।’

পরবর্তীতে বিটিভি, বেতারের রেকর্ডিং টিম প্রবেশ করে সিইসির কক্ষে। যাবতীয় প্রস্তুতি শেষে ভাষণ রেকর্ডিংয়ের কাজ চলে। এ সময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ বিটিভি, বেতার ও পিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা অবস্থান করছেন।

সাড়ে ১২টার পরে বৈঠক থেকে বেরিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী সিইসির কক্ষের সামনে অপেক্ষা করতে থাকেন। ৫-৭ মিনিট পর বেরিয়ে আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সূত্র : রাইজিংবিডি ডট কম

সর্বাধিক পঠিত