• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে বিশাল মোটর শোভাযাত্রা পূর্ব সভায় জাহিদুল ইসলাম রোমান

আগামীতেও আবার নৌকাকে জয়যুক্ত করলে আরো উন্নয়ন হবে

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৮, ০৮:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফরিদগঞ্জের কৃতি সন্তান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের সমর্থনে অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে ফরিদগঞ্জে ব্যাপক শোডাউন করেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদর থেকে ৫ শতাধিক মোটরসাইকেল ও গাড়ি নিয়ে বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শুরুর প্রাক্কালে মনোনয়ন প্রত্যাশী অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে ফরিদগঞ্জসহ দেশের সকল এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। আগামীতেও আপনারা আবার নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করলে আরো উন্নয়ন হবে। তিনি বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবা ফরিদগঞ্জের মানুষের জন্যে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। আমিও তাঁর পুত্র হিসেবে আপনাদের সেবা করতে চাই। এর জন্যে আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন চাই।   
আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, আওয়ামী লীগ নেতা নূরের রহমান সুমন, আবু তাহের সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডঃ মাহাবুবুল আলম, উপজেলা যুবলীগের সদস্য বুলবুল আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।
উল্লেখযোগ্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ প-িত, বাবুল ভূঁইয়া, ফারুক, পৌর যুবলীগ নেতা ফিরোজ আলম, সাজ্জাদ হোসেন টিটু, এসএম সোহেল, আরিফ পাঠান, সোহরাব হোসেন, কাদির শেখ, ইউসুফ বেপারী, ইসমাইল বেপারী, ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনির হোসেন, বারাকাত উল্যা, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান বাবুল, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা লিটন, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মিন্টু, জুলফিকার আলী আরিফ, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাসেল মেম্বার, শিপন মেম্বার, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউপি সদস্য মাহিন, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, দেলোয়ার ভূঁইয়া, সুমন খান, কামরুল সরকার, মাহাবুব ও সফিক, ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া, কাইউম গাজী, ইলিয়াছ ও সোহাগ, ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউপি সদস্য রাসেল, ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রনেতা সুমন আহম্মেদ, আলম বাবু, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সালেহ বিপ্লব, সাহেদুল সুমন, মেহেদী হাসান বাপ্পি, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শরিফ খান, শরিফ পাটওয়ারী, যুবলীগ নেতা সাত্তার, নাছির কবিরাজ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন ফরিদ, আল আমিন তালুকদার, মোস্তাফিজ, সাকিল পাঠান, রবিন ভূঁইয়া, আরিফ হোসেন, কাউসার হোসেন, তুষার, বাপ্পি, মিঠুন, রায়হান , পৌর ছাত্রলীগ নেতা ইস্রাফিল, মাহাবুব, তারেক, বাদশা, তানভির মিঠু, রাব্বি, মুন্না হোসেন প্রমুখ।

সর্বাধিক পঠিত