• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যে ইস্যুতে বৈঠক ডেকেছেন শেখ হাসিনা

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ১৬:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামী ১৪ অক্টোবর (শনিবার) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওইদিন সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে দলের সংলাপের বিষয়বস্তু চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে সংলাপে বসবে ইসি। আর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে ইসির সংলাপ হবে ৯ অক্টোবর।