• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রেকর্ড গড়লেন তাইজুল

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

উইকেটের সেঞ্চুরি স্পর্শ করার জন্য মাত্র একটি উইকেটের দরকার ছিল বাংলাদেশ টেস্ট স্পেশ্যালিস্ট স্পিনার তাইজুল ইসলামের। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ফিল্ডিংয়ের নামার পর সেটা কেবল সময়ের অপেক্ষা মনে হচ্ছিল। হলোও তাই। ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে আফগান ওপেনার ইহসানুল্লাহকে বোল্ড করে সেই সেঞ্চুরি পূর্ণ করেন তাইজুল। আর এর মধ্যে দিয়ে সাকিব ও মোহাম্মদ রফিকের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০টি উইকেটের নেওয়ার কৃতিত্ব দেখালেন এই স্পিনার।

শুধু তাই নয়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে পেছনে ফেলে গড়েছেন নতুন এক রেকর্ডও। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিনি যে সবচেয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। ৫৫ টেস্টে সাকিবের নেওয়া উইকেট ২০৫টি। বিশ্বসেরা অলরাউন্ডার ১০০ উইকেট নিয়েছিলেন ২৮ টেস্টে। রফিক ১০০ উইকেট নেন ৩৩ টেস্টে। তাইজুলের উইকেট ৯৯টি ২৪ টেস্টে। সবচেয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড ইংল্যান্ডের জর্জ লোহম্যানের। ১৮ টেস্ট ক্যারিয়ারে উইকেট নেন ১১২টি। তবে ১০০ উইকেট নেন মাত্র ১৬ টেস্টে।

 

সর্বাধিক পঠিত