• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘যারা বাড়াবাড়ি করছেন, তারা আর আগাবেন না’

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০২১, ১১:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দেশে সাম্প্রদায়িক হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা ষড়যন্ত্র করছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন তারা আর আগাবেন না। আমরা এগুলোকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির ব্যবস্থা করবো এবং তাদেরকে জনগণের সম্মুখে উপস্থিত করবো।

তিনি বলেন, যারা এ সমস্ত ষড়যন্ত্র করেন তারা এ পথ থেকে ফিরে আসুন। না হলে আপনাদের সম্মুখে বিপদ হাতছানি দিয়ে ডাকছে।

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা-৩ নম্বর সেক্টর মাঠে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে ৩০০ দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন মন্ত্রী।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দু-মুসলমানদের ধর্মীয় উৎসব হাজার বছরের কৃষ্টি। সব উৎসবই আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের লোকেরা একসঙ্গে পালন করি। কিন্তু একের পর এক উসকানি দিয়ে, ধর্মীয় যে বিশ্বাস সেখানে আঘাত হেনে দেশে বিশৃঙ্খলার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। আমরা কুমিল্লার ঘটনা দেখলাম, নোয়াখালীর ঘটনা দেখেছি এবং গতকাল রংপুরের ঘটনাও দেখেছি। শুরুটা হয়েছিল রামু থেকে, রামুর পর ব্রাহ্মণবাড়িয়ায় দেখেছি। এছাড়া আমরা জঙ্গির উত্থান ও সন্ত্রাসের উত্থান দেখেছি। এসব কিছুর একটাই টার্গেট ছিল- সেটা হলো কিভাবে এই বাংলাদেশকে বিপদে ফেলা যায়, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা যায় তাও আমরা দেখতে পেয়েছি।

তিনি বলেন, গতকাল রংপুরে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে ৯০-৯৫টি বাড়িতে লুট করে গরু-বাছুরসহ সব নিয়ে গেছে। যারা এ কাজ করেছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি ও অ্যারেস্ট করেছি। আমরা অতি শিগগির তাদেরকে বিচারের মুখোমুখি করবো।

পীরগঞ্জ আমাদের স্পিকারের নির্বাচনী এলাকা উল্লেখ করে মন্ত্রী বলেন, সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় যাদের বাড়িঘর পুড়েছে তাদের বাড়িঘর তৈরি করার জন্য টিন ও নগদ টাকা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তরা যাতে কষ্ট না পান সেজন্য আমাদের নেতাকর্মীরাও সেখানে কাজ করছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন যখন প্রধানমন্ত্রী একের পর এক বাস্তবে পরিণত করেছেন তখনই এই বিশৃঙ্খলা দেখছি। কিন্তু মূর্খের দল জানে না এটা শেখ হাসিনা। তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, তিনি বদলে দিতে পারেন। কাজেই এই সমস্ত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে লাভ হবে না। তার জনপ্রিয়তা আকাশচুম্বী। দেশের জনগণ বিশ্বাস করে তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে।

jagonews24

আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাৎ বরণ করার পরে আমরা দিশেহারা ও পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। এরপর প্রধানমন্ত্রী দেশে এলেন এবং সারা বাংলাদেশকে একত্রিত করেছিলেন। দেশে আসার পর তলাবিহীন ঝুড়ি থেকে তিনি আজ বাংলাদেশকে সম্ভাবনার দেশে পরিণত করেছেন। বিশ্বের বুকেও আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা সবকিছুতে এগিয়ে যাচ্ছি। জাতিসংঘ যখন এসডিজি অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছেন সেই সময় আমাদের দেশে বিশৃঙ্খলা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আজকে আপনি বাংলাদেশের যে প্রান্তেই যান সব জায়গায় উন্নয়নের সঙ্গে দেখতে পাবেন বঙ্গবন্ধুকন্যার পপুলারিটি। বঙ্গবন্ধুকন্যা যা বলেছেন তিনি তাই করে দেখিয়েছেন। তিনি বলেছিলেন বদলে দেবেন বাংলাদেশকে, আজ বাংলাদেশ বদলে গেছে।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাবীব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সংরক্ষিত নারী আসনের (ঢাকা-৩) সংসদ সদস্য শবনম জাহান শিলা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত