• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়লো : দূরপাল্লার বাস-ট্রেন-লঞ্চ চলাচল শুরু

প্রকাশ:  ২৪ মে ২০২১, ০৮:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিধিনিষেধের মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৩০ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হচ্ছে।
এদিকে অর্ধেক যাত্রী পরিবহনের মধ্য দিয়ে আজ ২৪ মে সোমবার থেকে চলবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। তবে সেক্ষেত্রে জনগণকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে হোটেলে বসেও খাওয়া যাবে।
সারাদেশে গত ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত সাতদিনের বিধিনিষেধ আরোপ করা হয়। সেই বিধিনিষেধ আরও দু’দিন চলার পর ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ শুরু হয়। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিধিনিষেধের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৮ এপ্রিল আবারও বিধিনিষেধ বাড়িয়ে করা হয় ৫ মে পর্যন্ত। এরপর গত ৩ মে মন্ত্রিপরিষদের বৈঠকে আবারও বিধিনিষেধ বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত হয়। সেই বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ছে ৩০ মে পর্যন্ত।
এদিকে টানা প্রায় ৪৭ দিন বন্ধ থাকার পর অবশেষে দুরপাল্লার লঞ্চ, বাস ও ট্রেন চলাচলের সিদ্ধান্তে চাঁদপুরের যাত্রী সাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার জানান, মেঘনা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামে থাকায় ভোর পাঁচটার এ ট্রেনটি আজ সোমবার চট্টগ্রাম যাবে না। তবে দুপুর আড়াইটার সাগরিকা চাঁদপুর থেকে ছেড়ে যাবে। অন্য দিকে চাঁদপুর লঞ্চ টার্মিনালের বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর শাহআলম জানান, সময়সূচী অনুযায়ী ভোর ৬ টায় এমভি রফরফ ছেড়ে যাবার কথা রয়েছে। অন্যান্য লঞ্চ নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচলের কথা রয়েছে। তিনি আরো জানান, চাঁদপুর-ঢাকা নৌ-রুটে প্রতিদিন ২০ থেকে ২৩টি এবং নারায়ণগঞ্জ রুটে ১০ থেকে ১২টি লঞ্চ চলাচল করে।
চাঁদপুর বাসস্ট্যান্ড সূত্রে জানা যায়, সকাল থেকেই চাঁদপুর-কুমিল্লা-ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ সকল রূটের বাস চলাচল করবে।

সর্বাধিক পঠিত