• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ চা শ্রমিক গণহত্যা দিবসের শতবর্ষপূর্তি

প্রকাশ:  ২০ মে ২০২১, ১৩:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আজ ২০ মে চা শ্রমিক গণহত্যা দিবস। শতবছর আগে ১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে নির্বিচারে বড় স্টেশন মোলহেডে গুলি করে হত্যা করা হয় হাজার হাজার নিরীহ চা শ্রমিককে। এই দিনটিকে ঘিরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে গণহত্যা সংঘটিত স্থান বড় স্টেশন মোলহেডে বিকেল ৫টায় পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৫টা ১৫ মিনিটে আলোচনা সভা, সাড়ে ৬টায় প্রদীপ প্রজ্জ্বলন। উক্ত কর্মসূচিকে সফল করতে সমমনা সকলকে নিয়ে বিকেল সাড়ে ৪টার মধ্যে উপস্থিত থাকার জন্যে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

 

সর্বাধিক পঠিত