৩০ বছরের মধ্যে এই প্রথম গ্রাম পুলিশ পেলো বস্ত্রসহ ঈদসামগ্রী
দফাদার আবুল হোসেন (৫০) চাকরি করছেন গ্রামপুলিশে। চাকরির বয়স ৩০ বছর। ৩০ বছরের মধ্যে এই প্রথম থানার পক্ষ থেকে লুঙ্গিসহ সেমাই, চিনি পেলেন। এতে তিনি আবেগাপ্লুত হয়ে চাঁদপুর কণ্ঠকে জানান, চাকরিজীবনে এই প্রথম ঈদ সামগ্রী পেলাম।
গতকাল সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ৭২ জন গ্রামপুলিশের মাঝে বস্ত্রসহ ঈদসামগ্রী বিতরণ করে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় সার্বিক তত্ত্বাবধান করেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ। করোনাকালীন গ্রামপুলিশের দুর্দশার কথা ভেবে হাজীগঞ্জ থানা পুলিশ উপজেলার নারী ও পুরুষ গ্রামপুলিশের মাঝে এদিন লুঙ্গি, শাড়িসহ সেমাই ও চিনি বিতরণ করে।
বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের চাঁদপুর জেলা ও হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক নিত্যানন্দ সূত্র ধর বলেন, ১২ বছরের মধ্যে এই প্রথম পেলাম ঈদে বস্ত্রসহ সেমাই-চিনি। এজন্যে স্যারদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, গ্রামপুলিশ আমাদের পুলিশের একটি অংশ। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এরা কঠোর পরিশ্রম করে আসছে। তাই তাদের জন্যে আমরা এই আয়োজন করেছি। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) ইব্রাহিম খলিলসহ সকল পুলিশ কর্মকর্তা।