• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হেফাজতকে নিষিদ্ধের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আহলে সুন্নাত নেতৃবৃন্দ

প্রকাশ:  ০৪ মে ২০২১, ১৩:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি জানিয়ে ধর্মীয় সংগঠন 'আহলে সুন্নাত ওয়াল জামাআত' স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে স্মারকলিপি দিয়েছে। ২ মে রোববার রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডিতে মন্ত্রীর বাসায় গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন সংগঠনটির নেতারা।


রোববার রাতে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আনম মাসউদ হোসাইন আলকাদেরীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান।

এর আগে গত ২৪ এপ্রিল হেফাজতকে 'উগ্র জঙ্গি গোষ্ঠী' আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাআত। এর দু'দিন পরেই ২৬ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে একই দাবি করেন আহলে সুন্নাতের নেতারা।

হেফাজতে ইসলামের বিরুদ্ধে জঙ্গিবাদ ও ধর্মবিরোধী কর্মকা-ে সংশ্লিষ্টতার অভিযোগ এনে আহলে সুন্নাত ওয়াল জামাআত বলছে, কওমি মাদ্রাসাকে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আনতে হবে। আহলে সুন্নাতের দাবি হেফাজতে ইসলাম হচ্ছে জামায়াতের এপিঠ-ওপিঠ।

 


আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন নঈমী গণমাধ্যমকে বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। আমাদের কথা মন্ত্রীকে জানিয়েছি। দাবির বিষয়গুলো স্মারকলিপি দিয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের মধ্যে অন্যান্য যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন : কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য যথাক্রমে পীরে ত্বরিক্বত হযরাতুল আল্লামা আলহাজ্ব মাওলানা সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরী আল্ ক্বাদেরী, পীরে ত্বরিক্বত হযরাতুল আল্লামা আলহাজ্ব মুফতি মুহাম্মদ আব্দুর রহমান আল্ ক্বাদেরী, পীরে ত্বরিক্বত হযরাতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ মো'তাসিম বিল্লাহ রাব্বানী, যুগ্ম মহাসচিব হযরাতুল আল্লামা আলহাজ্ব মুফতি কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন ও আলহাজ্ব অধ্যাপক এমএ মোমেন, সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, আহলে সুন্নাত আইনজীবী কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ ড. শাহজালাল, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সমাজকল্যাণ সচিব মুহাম্মদ আবদুস সালাম সেলিম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন নঈমী, আহলে সুন্নাত যুব পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শফিক আল্ মোজাদ্দেদী প্রমুখ।

সর্বাধিক পঠিত