• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অক্সফোর্ড-ওএনএস’র গবেষণায় : টিকার প্রথম ডোজেই আক্রান্তের ঝুঁকি অনেক কমে

প্রকাশ:  ২৫ এপ্রিল ২০২১, ১০:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

অ্যাস্ট্রাজেনেকা অথবা ফাইজারের যে কোনো একটি টিকার প্রথম ডোজ নিলেই মহামারি করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটা কমে। যুক্তরাজ্যের এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। শুক্রবারের প্রতিবেদনে খবরটি জানিয়েছে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসি।  
বিবিসির প্রতিবেদন অনুযায়ী গবেষণায় দেখা গেছে, অন্য সব বয়সীদের মতো দুটি টিকাই ৭৫ বছরের বেশি বয়সী ও যাদের স্বাস্থ্যগত অবস্থা খারাপ কিংবা শারীরিক অসুস্থতায় ভুগছেন তাদের ক্ষেত্রেও ঠিক একইভাবে কাজ করেছে।
যুক্তরাজ্যের পরিসংখ্যান দফতর (ওএনএস) ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় আরও দেখা গেছে, দুটি টিকা নেওয়ার পরই সব বয়সী মানুষের শরীরে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয়েছে। এছাড়া দুই টিকাতেই কার্যকর প্রতিক্রিয়া তৈরি হয়েছে সবার শরীরে।
দুটি পরীক্ষার ওপর ভিত্তি করে গবেষণাটি করা হয়েছে। এতে যুক্তরাজ্যের ৩ লাখ ৭০ হাজার মানুষের করোনা পরীক্ষা করে দেখা হয়। গবেষণাটি এখনো এটি প্রকাশিত ও ‘পিয়ার রিভিউড’ না হলেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত এটাকেই সবচয়ে বড় গবেষণা বলা হচ্ছে।
গবেষণাটির প্রথম পরীক্ষায় দেখা গেছে যে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা অথবা ফাইজার-বায়োএনটেকের প্রথম ডোজ টিকা নেওয়ার পর মানুষের মধ্যে মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি গড়ে ৬৫ শতাংশ কমে গেছে।
গত বছরের ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে টিকা এসব মানুষকে টিকা দিয়ে গবেষণাটি করা হয়। তাতে দেখা গেছে টিকা নেওয়ার তিন সপ্তাহ পর উপসর্গ আছে এমন করোনার সংক্রমণ ৭৪ শতাংশ কমেছে। আর উপসর্গবিহীন করোনার সংক্রমণ কমেছে ৫৭ শতাংশ।
যারা ফাইজারের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন তাদের সংক্রমণের ঝুঁকি কমেছে ৯০ শতাংশ। তবে অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে এ তথ্য দেওয়া সম্ভব হয়নি কারণ টিকাদান কর্মসূচিতে বিলম্ব হওয়ায় খুব কম মানুষ ওই সময় অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ নিতে পেরেছেন। সূত্র : ঢাকা পোস্ট।

সর্বাধিক পঠিত