ভ্যাকসিন নিয়ে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগেছেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে তিনি সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোশিয়া ১ কে দেয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমি ভ্যাকসিন নেয়ার পরের দিন ঘুম থেকে উঠি এবং মনে হল আমার মাংসপেশিতে হালকা ব্যথা অনুভব করছি। আমি থার্মোমিটার দেখেছি… আমার তাপমাত্রা স্বাভাবিক ছিল।’
এছাড়া ভ্যাকসিন নেয়ার জায়গায় তিনি অস্বস্তি অনুভব করছিলেন বলেও জানান পুতিন।
রাশিয়ার তৈরি তিনটি ভ্যাকসিনের কোনটি তিনি নিয়েছেন তা পুতিন জানাননি। তিনি বলেন, যে চিকিৎসক এই ভ্যাকসিন দিয়েছেন কেবল তিনিই এটি জানেন।
গত ডিসেম্বরে পুতিনের ভ্যাকসিন নেয়ার সিদ্ধান্তের কথা জানায় ক্রেমলিন।
পুতিন বলেছিলেন, রাশিয়ায় উৎপাদিত সবচেয়ে পরিচিত ভ্যাকসিন স্পুটনিক ৫ এর মতো দেশটির অন্য করোনা ভ্যাকসিনগুলোও প্রায় একই রকম কার্যকর।
লেভাডা সেন্টার নামের এক গবেষণা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী, রাশিয়ার দুই তৃতীয়াংশ মানুষই স্পুটনিক ৫ ভ্যাকসিন নিতে আগ্রহী নয়। ভ্যাকসিন গ্রহণকারীদের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ার কারণেই এই অনাগ্রহ তৈরি হয়েছে।
গত ডিসেম্বর থেকে রাশিয়ায় করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। সোমবার পুতিন জানান, রাশিয়ার ১৪ কোটি ৪০ লাখ জনগনের মধ্যে ৪৩ লাখ মানুষকে ভ্যাকসিনের দুটি ডোজ দেয়া হয়েছে।
রাশিয়ায় এখন পর্যন্ত ৪৫ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে প্রায় ৯৮ হাজার জনের।
আগামী গ্রীষ্মের শেষ নাগাদ রাশিয়ায় হার্ড ইমিউনিটি অর্জন করা এবং মহামারি সংক্রান্ত বিধিনিষেধ তুলে দেয়া সম্ভব হবে বলে মনে করেন পুতিন।