• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মোদী বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনার প্রতিবাদে

চাঁদপুরে হেফাজতের বিক্ষোভ সমাবেশ ॥ আজ হারতাল

প্রকাশ:  ২৮ মার্চ ২০২১, ০৯:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘মোদী বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে ৭জন তৌহিদী জনতাকে হত্যা ও নিরস্ত্র মুসল্লিদের উপর পুলিশি হামলা’র প্রতিবাদে এবং আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। গতকাল ২৭ মার্চ বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ সংলগ্ন শপথ চত্বরে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলপূর্ব সমাবেশে হেফাজত নেতারা হুঁশিয়ার দিয়ে বলেন, আজ রোববার ডাকা হরতালে বাধা দিলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সরকারকে এর দায় নিতে হবে বলে হুঁশিয়ার করেন। তারা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালনে প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করেন।
হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা এসএম আনওয়ারুল করিম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা মোহাম্মদ ইদ্রিস, হাবিবুর রহমান, মাওলানা আবুল হাসনাত, মাওলানা কবির আহমদ, মাওলানা আশেক এলাহী, মাওঃ নূরে আলম প্রমুখ।
বক্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গুজরাটের কসাই’ আখ্যা দিয়ে বলেন, মোদি প্রশাসন দিয়ে ভারতে নিরীহ মুসলমানকে হত্যা করছে আর শেখ হাসিনা পুলিশ দিয়ে বাংলাদেশের মুসলমানকে হত্যা করছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শহীদদের রক্তে রঞ্জিত করা হয়েছে। আমরা মুসলমান, তার প্রতিবাদ করা আমাদের ঈমানী দায়িত্ব। এই হত্যাকা-ের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৩টার দিকে হেফাজতে ইসলামের নেতা-কর্মী শহরের শপথ চত্বরে অবস্থান নেন। সেখানে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের মিশন রোড রেলওয়ে শাহী মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়।
হেফাজতের ডাকা এই বিক্ষোভ কর্মসূচিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি  ও হেফাজতের নেতা-কর্মীরা অংশ নেন।