• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রানি এলিজাবেথের শুভেচ্ছা

প্রকাশ:  ২৩ মার্চ ২০২১, ১২:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ শুভেচ্ছা জানিয়েছেন। রোববার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।

সোমবার (২২ মার্চ) লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। আমি বাংলাদেশের আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি। বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন।’

রানি দ্বিতীয় এলিজাবেথ আরও বলেন, ‘পারস্পরিক বন্ধুত্ব ও আবেগের ওপর আমাদের অংশীদারিত্বের ভিত্তি রচিত। আর সেটা ৫০ বছর আগে যেমন ছিল এখনও তেমনি আছে।’

তিনি বলেন, ‘আমি আশা করি, বিশ্ব যে মহামারি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তা দ্রুত কাটিয়ে উঠবে। সেই সঙ্গে ভালো সময়ের প্রত্যাশায় থাকলাম।’

সর্বাধিক পঠিত