• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সত্যিকার মুসলমানের আদর্শ দেখাতে কাজ করছি : ছারছীনার পীর ছাহেব

প্রকাশ:  ১৫ মার্চ ২০২১, ১৩:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী ১৩১তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ শুক্রবার ভোর ৬টায় (বাদ ফজর) জিকিরের মাধ্যমে মাহফিল শুরু হয়ে রোববার বেলা ৪টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
মাহফিল ও সম্মেলনে সভাপতিত্ব করেন জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাদ্দা জিল্লুল আলী)। তিনি তাঁর বক্তব্যে বলেন, অপসংস্কৃতি ও কুসংস্কারে নিমজ্জিত নামকা ওয়াস্তের মুসলিম জনগোষ্ঠীকে সত্যিকার মুসলমানের আদর্শ দেখাতে ছারছীনা দরবার কাজ করছে। এ দরবারের পীর-মাশায়েখ যেখানে যেতেন সেখানেই একটি  মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে সরকারি তালিকাভুক্ত নেছারিয়া- ছালেহিয়া নামে সাড়ে চার হাজার আলিয়া মাদ্রাসা রয়েছে। দ্বীনের সঠিক দাওয়াত পৌঁছে দিতে তারা এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আজকে সেখানে আমল-আকিদার খেলাপ হচ্ছে। তিনি আরো বলেন, আজকে শিক্ষক-ছাত্রদের দেখে বুঝা যায় না তারা যে মাদ্রাসার। অথচ নেছারুদ্দীন আহমদ (রহঃ) নিজ বাড়ি ছারছীনাতে সম্পূর্ণ আবাসিক মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। মাদরাসার ছাত্র শিক্ষকদেরকে সুন্নাত তরীকা মোতাবেক আমলের প্রতি তাকীদ প্রদান করতেন। বর্তমানে আকীদা ও আমলের ক্ষেত্রে চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মুরীদ হয় কিন্তু আমল করে না। অথচ আমল দ্বারাই আপনার আমার জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হবে। তাই আমলী জিন্দেগী গঠন করা ব্যতীত আখেরাতে নাজাতের আশা করা বৃথা।
প্রথম দিবস শুক্রবার হওয়ায় জুমআর নামাজে অগণিত মুসল্লিদের সমাগম হয়। দুই কিলোমিটার ব্যাপী মাহফিল ময়দান কানায় কানায় ভরে যায়। মীলাদ-কিয়াম শেষে আখেরি মুনাজাতে হযরত পীর ছাহেব কেবলা বিশ^মুসলিমের কল্যাণ কামনা করে দোয়া করেন। অতঃপর আলিয়া ও দ্বীনিয়া মাদরাসার ছাত্রদিগকে তাদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয়।
সকাল হতে গভীর রাত পর্যন্ত কুরআন ও হাদীসের উপর তাত্ত্বিক আলোচনা পেশ করেন মাওলানা আ. জ. ম. অহিদুল আলম, মাওলানা আ.জ.ম. ওবায়দুল্লাহ্, মাওলানা মোঃ আব্দুল গফ্ফার কাসেমী, মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মাওলানা মাহমুদুল মুনীর হামীম, মাওলানা মোঃ রুহুল আমীন আফসারী ও মাওলানা মোঃ মামুনুল হক প্রমূখ। জুময়ার খুৎবাহ্ দেন অত্র দরবার শরীফের বড় শাহ্ ছাহেব হুজুর হযরত মুফতি শাহ্ আবু নছর নেছার উদ্দিন আহমদ হুসাইন। মাহফিলের দ্বিতীয় দিন বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ ফরিদুল হক বাবুল এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও ছারছীনা দরবারের মুবাল্লিগ ড. মুফতি মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী।
পীর ছাহেব আরো বলেন, আমাদের পরিচয় আমরা মুসলমান। দলের চেয়ে আল্লাহর হুকুম বড়। আমাদের পূর্ব উত্তরসূরিদের দেখানো পথে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমরা কাজ করে যাবো। ছারছীনা দরবার বেদাতের প্রশ্রয় দেয় না। একদল এ দরবারের ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। শত বছর ধরে সুন্নাতে নবীর আদর্শ নিয়ে চলার চেষ্টা করছে। এখলাছ ভিত্তিক আমল করলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমল আকীদার উপর মজবুত থাকবেন। আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করলে তার পরিণতি ভালো হয় না। তিনি আরো বলেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ একটি দ্বীনি অরাজনৈতিক সংগঠন। আমরা দলীয় রাজনীতি করি না। আমরা আল্লাহর রাজনীতি করি। আমাদের আমল-আখলাক হুব্বে রাসুলের মত করতে সর্বোচ্চ দ্বীনিয়া মাদরাসা প্রতিষ্ঠা করে যাচ্ছি। তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের সন্তানদেরকে আমল-আখলাক শেখাতে দ্বীনিয়া মাদ্রাসায় ভর্তি করুন এবং নিজ নিজ পরিবারের সন্তানদের আমল-আখলাকের প্রতি তালিম প্রদান করুন।
উল্লেখ্য, ছারছীনা দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা শাহসূফী হযরত মাওলানা নেছারুদ্দিন আহমদ (রহঃ)-এর ৬৯তম এবং আল্লামা শাহসূফী হযরত মাওলানা আবু জা’ফর মোহাম্মাদ ছালেহ্ (রহঃ)-এর ৩১তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ইসালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সর্বাধিক পঠিত