• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে চরমোনাই নমুনায় তিন দিনব্যাপী মাহফিল হবে

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২১, ০৯:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি চরমোনাই মাহফিলের নমুনায় তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে। শহরের পুরাণবাজার স্টার আল-কায়েদ জুট মিল সংলগ্ন বালুর মাঠে বৃহৎ পরিসরে এ মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখা মাহফিলের আয়োজন করেছে।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন নায়েবে আমীরুল মুজাহিদীন শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই।

শুক্রবার জুমার মাধ্যমে মাহফিলের উদ্বোধনী কার্যক্রম শুরু হবে। সোমবার বাদ ফজর মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে। বাংলাদেশের শীর্ষ স্থানীয় ওলামা-মাশায়েখগণ মাহফিলে বয়ান রাখবেন। এতে লক্ষাধিক লোকের সমাগম হবে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক কমিটি।