দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৪৪ জনের করোনা শনাক্ত
প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১৮:৪৩ | আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৮:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন। আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯১টি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৪ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৬২৫ জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১২ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।