• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৭৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

প্রকাশ:  ০৪ মে ২০২০, ২১:২৯ | আপডেট : ০৫ মে ২০২০, ১২:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর ৩ সংসদীয় আসনে ৭৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এছাড়াও তিনি চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্নকর্মী, গোরস্থানের দাফন কর্মী ও শশ্মানের দাহকর্মীদের সুরক্ষা পোশাকও প্রদান করেছেন। চাঁদপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন এবং হাইমচর উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

খাদ্যসহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণ, চিনি, চিড়া, ছোলা, সেমাই, বেসন, মুড়ি, খেজুর ও শিশুখাদ্য। ডাঃ দীপু মনি এমপির প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ও দলীয় কর্মীদের মাধ্যমে পৌরসভা এবং ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক তালিকা তৈরি করা হয়। এই তালিকা অনুযায়ী চাঁদপুর পৌরসভায় ত্রিশ হাজার ৬৬ পরিবার এবং সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ৪৫ হাজার পরিবারকে সহায়তা সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন তিনি। সহায়তা সামগ্রীর পাশাপাশি নগদ প্রায় ১০ লক্ষ টাকা প্রদান করেন। বাদ যায়নি নৌকার মাঝি, বেদে এবং হরিজন সম্প্রদায়ও।

ডাঃ দীপু মনির নির্দেশে তাঁর নির্বাচনী এলাকায় ছাত্রলীগ কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেয়ার কর্মসূচি গ্রহণ করেছে, যা চলমান রয়েছে। এছাড়া তিনি ঢাকায় অবস্থানরত চাঁদপুরের শিক্ষার্থীদের নিয়মিত খোঁজ-খবর রাখছেন। সহায়তাপ্রত্যাশী শতাধিক শিক্ষার্থীকে বিকাশের মাধ্যমে অর্থসহায়তা পাঠিয়েছেন।

দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই অত্যন্ত সতকর্তার সাথে অবস্থা পর্যবেক্ষণ করে চলেছেন চাঁদপুর ৩ আসনের সাংসদ ডাঃ দীপু মনি। স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সর্বস্তরের মানুষের পাশে দাড়িয়েছেন তিনি।