‘বঙ্গবন্ধু বিপিএল' অংশ নিবে ৭ দল
স্পোর্টস নিউজ।
৮ ডিসেম্বর ‘বঙ্গবন্ধু বিপিএল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হবে। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী অনুষ্ঠান হবে এবার।
এর পর ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর— ‘বঙ্গবন্ধু বিপিএল।’
বঙ্গবন্ধু বিপিএল পুরোটাই দেখভাল করবে বিসিবি। এতে অংশ নেবে ৭টা দল।তা হলো— ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।
এ উপলক্ষে ১৭ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিপিএলের ড্রাফট। সেখানে নির্ধারিত হয় এই বিপিএলে কে কোন দলে খেলবেন। খেলোয়াড়দের ড্রাফটে ৬টি গ্রেডে ১৮১ স্থানীয় ও ৫টি গ্রেডে ৪৩৯ বিদেশি ক্রিকেটারের নাম তোলা হয়।