ফরিদগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদগঞ্জে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে ৪৮তম জাতীয় সমবায় দিবস। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ৪৮তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায়ের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। সেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মমতাময়ী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যার অংশ হিসেবে দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সমবায় দিবসের নানা কর্মসূচী।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার নূরুল আফসারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, সাবেক ছাত্রনেতা ও তরুণ সমাজসেবক আকবর হোসেন মনির, সাবেক সরকারি কর্মকর্তা আলহাজ রিয়াজ উদ্দিন আহামেদ ফরিদি, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ফরিদগঞ্জের উপজেলা ব্যবস্থাপক শেখ মোঃ হারুনুর রশিদ ও যুবনেতা আমিন হোসেন এমরান। এছাড়াও উপজেলা ভিত্তিক বিভিন্ন সমবায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।