মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে ১৯৩ জেলের কারাদন্ড, বিপুল পরিমাণ জাল ও ইলিশ জব্দ
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৯৩ জেলেকে অর্থ ও কারাদ- দিয়েছে জেলা টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত।
গত ৯ থেকে ৩০ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযানে নিয়োজিত জেলা ও উপজেলা টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইলিশের উৎপাদন বৃদ্ধিতে পদ্মা-মেঘনা নদীর মিঠা পানিতে নিরাপদে প্রজননের লক্ষ্যে ৯-৩০ অক্টোবর ২২ দিনের জন্য চাঁদপুর জেলার ৭০ কি.মি. নদী এলাকায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করে সরকার।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২২ দিনে মা ইলিশ রক্ষায় গঠিত জেলা ও উপজেলা টাস্কফোর্স, কোস্টগার্ড, পুলিশ এবং নৌ-পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযানে ১৯৩ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে প্রাপ্ত বয়স্কদের ১ বছর করে কারাদ- এবং অপ্রাপ্ত বয়স্ক জেলেদের জরিমানা করা হয় মোট ৩ লাখ ৬ হাজার ১৫ টাকা।
মেঘনা উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করা হয় ২৭০টি। মাছঘাট পরিদর্শন ১৭৩টি, আড়ত ১০৮৩টি ও বাজার পরিদর্শন করা হয় ৬৪৬টি। জব্দ করা হয়েছে সাড়ে ৬ মেট্রিক টন মা ইলিশ। ইলিশ শিকারে জন্যে ব্যবহৃত ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ হয়েছে ৪৮টি। নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে ১ কোটি ৬লাখ ৮ হাজার মিটার। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১ লাখ ৩৬ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ১০২টি। এসব ঘটনায় মামলা হয়েছে ২১১টি।