• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চার প্রতিষ্ঠানে নতুন ডিজি

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৯, ২২:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চার প্রতিষ্ঠানে মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বার্ড) ডিজি পদে চার অতিরিক্ত সচিবকে নিয়োগ দিয়ে আজ বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী পদেও এসেছে নতুন মুখ।

আদেশ অনুযায়ী, নার্সি ও মিডওয়াইফারি অধিদপ্তরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলম আরা বেগম, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে মো. শামসুল আলম, ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী (সিইও) পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ ইমদাদুল হক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে মো. তাজুল ইসলাম এবং বার্ডে অতিরিক্ত সচিব মো. শাহজাহান ডিজি পদে নিয়োগ পেয়েছেন।