• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঢাকার যানজট নিরসেন ডিএসএসসির মেয়রের নেতৃত্বে কমিটি

প্রকাশ:  ১৯ জুন ২০১৯, ১৪:২৫ | আপডেট : ২০ জুন ২০১৯, ০০:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রাজধানীর যানজট নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। আজ বুধবার নগর ভবনের ডিটিসিএ সম্মেলন কক্ষে ডিটিসিএ এর ১২তম বোর্ড সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্ব এই কমিটি গঠন করা হয়।

কমিটির কার্যক্রমের মধ্যে রয়েছে-রিকশা, অটোরিকশাসহ ঢাকা থেকে সব ধরনের অবৈধ যানবাহন রাস্তা থেকে তুলে দেয়া, ফুটপাত উদ্ধারে অভিযান, পার্শ্ববর্তী জেলা থেকে কোনো সিএনজি-অটোরিকশা যেন ঢাকায় না ঢুকতে পারে সেই ব্যবস্থা নেয়া, অবৈধ পার্কিং বন্ধের অভিযানসহ যানজট নিরসনে আরও পদক্ষেপ নেবে এই কমিটি।

ওবায়দুল কাদের বলেন, আশা করছি ঢাকার যানজট নিরসনে গঠিত এই কমিটি ভালোভাবে কাজ করবে। আমরা যদি কোনো উদ্যোগ নেয় এবং আন্তরিকতার সাথে সেটির বাস্তবায়ন করি তাহলে সেটি প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা করছি। 

কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ এই খাতের সংশ্লিষ্টদের এই কমিটিতে রাখা হয়েছে।কমিটিকে দুই মাসের মধ্যে তাদের কাজের অগ্রগতি জানাতে বলা হয়েছে।