• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সেনাপ্রধানের সঙ্গে তানজানিয়ার এনডিসি টিমের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ:  ১২ জুন ২০১৯, ০০:১৩ | আপডেট : ১২ জুন ২০১৯, ০০:১৯
নিজস্ব প্রতিবেদক
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তানজানিয়ার অ্যাম্বাসেডর পিটার অ্যালন কালাহি।
প্রিন্ট

তানজানিয়ার ন্যাশনাল ডিফেন্স কলেজ টিমের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসিজ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। অ্যাম্বাসেডর পিটার অ্যালন কালাহির নেতৃত্বে সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।উল্লেখ্য, ১৮ সদস্যের তানজানিয়া এনডিসি টিম গত ০৯ জুন ২০১৯ তারিখে ৭ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসে।