ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের ‘স্কাউট ওন’ অনুষ্ঠিত
স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত চরিত্র গঠন করতে পারে : জাতীয় কমিশনার সারওয়ার মোঃ শাহরিয়ার
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে সম্প্রতি ‘স্কাউট ওন’ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়। সাবেক এবং বর্তমান রোভার সদস্যদের অংশগ্রহণে মুখরিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউট ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউটস্-এর জাতীয় কমিশনার সারওয়ার মোহাম্মদ শাহরিয়ার। ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের সভাপতি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সাধারণ সম্পাদক স্কোয়াড্রন লিডার মোঃ শাহ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রপের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ অনোয়ার হাবিব কাজল ও রোভার স্কাউট লিডার ফারহানা রহমান সেতু (পিআরএস)।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় কমিশনার সারওয়ার মোঃ শাহরিয়ার বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত চরিত্র গঠনের মাধ্যমে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণসাধন করতে পারে।
তিনি ডিআইইউ এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকা-ের প্রশংসা করে বলেন, ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোভার স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে ইতিমধ্যে বেশ কিছু সাফল্য অর্জন ও উদাহরণ সৃষ্টি করেছে, যা অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্যে অনুকরণীয় হবে। তিনি স্কাউট আন্দোলনে রোভারদের আরো বেশি সক্রিয় ও অংশীদারিত্ব বাড়ানোর উপর জোর দেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম বলেন, স্কাউটিং রোভারদের সুশৃংখল জীবন পরিচালনার শিক্ষা ও নেতৃত্ব গুণ বিকাশে সহায়তা করে। স্কাউটিংয়ের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার বিশাল সুযোগ রয়েছে। তিনি রোভারদের স্কাউটের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে পরিপূর্ণ মানবজীবন গড়ে তুলে মানবসেবায় নিবেদিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সাবেক এবং বর্তমান মিলে প্রায় ২০০ জন রোভার সদস্য উপস্থিত ছিলেন।