মতলব পৌরসভার ৬৮ জন মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স মওকুফ
মতলব পৌরসভার ৬৮ জন মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হয়েছে। গত ১২ মে মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন ৬৮ জন মুক্তিযোদ্ধাকে হোল্ডিং ট্যাক্স মওকুফের চিঠি দিয়ে এ বিষয়ে অবহিত করেছেন। মেয়র জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গেজেটে ২৩ অক্টোবর ২০১৪ খ্রিঃ তারিখে ৩নং অনুচ্ছেদের ৩৩৪নং প্যারার নির্দেশের আলোকে মুক্তিযোদ্ধাদের বসবাসের নিজস্ব মালিকানাধীন হোল্ডিংয়ে অবস্থিত ইমরাত বা ভূমি ১ হাজার বর্গফুটের আয়তন পর্যন্ত হোল্ডিংয়ের কর আদায়ের আওতামুক্ত থাকবে। সেমতে মতলব পৌরসভায় বসবাসকৃত ৬৮ জন মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের বিষয়ে গত ২৮ এপ্রিল পৌরসভার মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক ২০১৮-২০১৯ অর্থবছর হতে হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হয়েছে।
মেয়র আরো বলেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা সবসময় কাজ করতে প্রস্তুত। আর মুক্তিযোদ্ধাদের জন্যে ভালো কিছু করতে পারলেই নিজেকে ধন্য মনে করি। এদিকে মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করায় বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনসহ পৌর পরিষদের সকল কাউন্সিলর ও কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন মতলব মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ সায়েদ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সরকারসহ পৌর এলাকার মুক্তিযোদ্ধাবৃন্দ।