দেশের বিভিন্ন স্থানে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি.মি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, এছাড়া দেশের কোথাও কোথাও পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি বেগে বৃষ্টি /বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।