চাঁদপুর-চট্টগ্রাম রূটে ২ জোড়া ঈদস্পেশাল ট্রেন
দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় হাজার হাজার ঘরমুখো যাত্রীদের নিরাপদে পৌঁছার দিক বিবেচনা করে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে ২ জোড়া বিশেষ যাত্রীবাহী ঈদস্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থাগ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ২ জুন হতে ঈদস্পেশাল-১ চট্টগ্রাম থেকে সকাল ১১টা ৩০মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছবে বিকেল ৪টা ২৫ মিনিটে। ঈদস্পেশাল-২ চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে ভোর রাত ৩টা ৩০ মিনিটে এবং চট্টগ্রাম পৌঁছবে সকাল ৮টা ১০ মিনিটে। ঈদস্পেশাল-৩ চট্টগ্রাম থেকে ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে আর চাঁদপুর পৌঁছবে রাত ৮টা ১৫ মিনিটে। ঈদস্পেশাল-৪ ট্রেনটি চাঁদপুর হতে ভোর ৬টায় ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছবে বেলা ১০টা ৫৫ মিনিটে। ঈদস্পেশাল-১, ২, ৩ ও ৪ ঈদের পূর্ব দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে ৭ দিন পর্যন্ত চলাচল করবে। এসব ট্রেন ফেনী, লাঙ্গলকোট, লাকসাম, চিতোষী রোড, মেহের, হাজীগঞ্জ, মধুরোড ও চাঁদপুর কোর্ট স্টেশনে যাত্রাবিরতি করবে। অর্থাৎ যাত্রীরা চট্টগ্রাম থেকে চাঁদপুর ও চাঁদপুর থেকে চট্টগ্রাম আসা-যাওয়ার সময় উপরোক্ত স্টেশনগুলোতে ট্রেন থামবে।