• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এবার বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হবে ২০ জুন

প্রকাশ:  ২৯ মে ২০১৯, ১০:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে গতকাল ২৮ মে ২০১৯ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর-এর সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক, চাঁদপুর-এর পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মঈনুল হাসান। সভায় পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম. রাসেদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জনাব এ.এইচ.এম. রাসেদ সভায় অবহিত করেন যে, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (টঘঊচ)-এর সাথে সংগতি রেখে প্রতি বছর বিশ^ পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। টঘঊচ কর্তৃক প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবসের ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। প্রতিপাদ্য ‘অরৎ চড়ষষঁঃরড়হ’ (বায়ু দূষণ)। প্রতিবারের মতো এ বছরেও বাংলাদেশে এ দিবসটি যথাযথ গুরুত্বের সাথে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উদ্যাপিত হতে যাচ্ছে। তবে এ বছর পবিত্র ঈদ-উল-ফিতর ০৫ জুন হওয়ার সম্ভাবনা থাকায় ২০ জুন, ২০১৯ তারিখে বিশ^ পরিবেশ দিবস উদ্যাপনের সিদ্ধান্ত রয়েছে। এ তারিখ পরিবর্তন হলে সে মোতাবেক অনুষ্ঠান আয়োজন করা হবে। সভার সভাপতি দিবসটি জাঁকজমকপূর্ণভাবে পালনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী ১৪ জুন, ২০১৯ তারিখে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, চাঁদপুরের কার্যালয়ে তিনটি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হবে। র‌্যালিটি আগামী ২০ জুন, ২০১৯ তারিখ অথবা পরিবর্তিত তারিখে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত হবে। র‌্যালিটি উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। র‌্যালি শেষে বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় পরিবেশ বিষয়ক ভিডিও ডকুমেন্টরী প্রদর্শনীর সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সর্বাধিক পঠিত