নুসরাত হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ড চেয়েছে পিবিআই
ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে বুধবারই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। চার্জশিটে ১৬ জনের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে পিবিআই।
মঙ্গলবার ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। নুসরাত জাহান রাফি হত্যা মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চার্জশিটে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—এসএম সিরাজ-উদ দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), মাকসুদ আলম ওরফে মোকসেদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে চম্পা/শম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), মোহাম্মদ শামীম (২০), রুহুল আমিন (৫৫) ও মহিউদ্দিন শাকিল (২০)।
বহুল আলোচিত এ হত্যা মামলায় ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলা, আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ ১৬ জন জড়িত বলে জানিয়েছে পিবিআই। এ মামলায় সিরাজ-উদ দৌলা, রুহুল আমিনসহ ২১ জন ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন।
বুধবার এ মামলার চার্জশিট জমা দেওয়া হলে হত্যাকাণ্ডের দুই মাসের মধ্যেই এ চার্জশিট জমা দেওয়া হবে। অপরদিকে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সাইবার ট্রাইব্যুনাল।