• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা

প্রকাশ:  ২৪ মে ২০১৯, ১২:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ শুক্রবার চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ (২০১৮) পদে পরীক্ষা। পরীক্ষার্থী ২২৪৬৫ জন। চাঁদপুরে ২৭ কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, এ পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছে ২৭ কেন্দ্র ও ৩৭৪ কক্ষ। এসব কক্ষে পরীক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কেন্দ্রওয়ারী পরীক্ষার্থী সংখ্যা হলো : চাঁদপুর সরকারি কলেজে ২৫০০ জন, পুরাণবাজার ডিগ্রি কলেজে ১০০০, বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ স্কুল শাখায় ১২০০, বাবুরহাট স্কুল এন্ড কলেজ শাখায় ৭০০, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫০০, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০০০, আল আমিন একাডেমী ছাত্র শাখায় ১২০০,  আল আমিন একাডেমী ছাত্রী শাখায় ৭০০, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭০০, সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে ৫০০, চাঁদপুর আহমদিয়া ফাযিল মাদ্রাসায় ৫০০, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪০০, পুরাণবাজার মধূসুদন উচ্চ বিদ্যালয়ে ১০০০, আক্কাস আলী রেলওয়ে একাডেমীতে ৬০০, ষোলঘর উচ্চ বিদ্যালয়ে ৭০০,  ডি এন উচ্চ বিদ্যালয়ে ৪০০, বিষ্ণুদী  ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ৪০০, বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ে ১০০০, এম এম নূরুল হক উচ্চ বিদ্যালয়ে ৯০০,  জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে ৫০০,  মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে ৫০০, খেরুদিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৯০০,  পীর মোহসিন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০০ ও লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬৫ জন।

 

সর্বাধিক পঠিত