• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজারে মাটি খুঁড়ে পাওয়া ৫৪টি ভারতীয় প্রাচীন মুদ্রা জব্দ করেছে পুলিশ

প্রকাশ:  ১৬ মে ২০১৯, ১৪:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের পুরাণবাজার পালপাড়ায় ব্যবসায়ী সুভাষ পোদ্দারের বাড়ির কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে পাওয়া ভারতীয় ৫৪টি প্রাচীন  মুদ্রা জব্দ করেছে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার রাতে ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স ওই বাড়ি যান এবং প্রাচীন ধাতব মুদ্রা পাওয়া সম্পর্কে বিস্তারিত তদন্ত করেন।
এসআই জাহাঙ্গীর আলম জানান, আমরা খবর পেয়ে সেখানে যাই এবং যারা কুড়িয়ে পেয়েছে তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঘর তোলার জন্যে পালা গাঁড়তে গিয়ে মিস্ত্রীরা মাটির নিচে কিছু মুদ্রা পেয়েছে। সেগুলো ১৮২৫ সালের দস্তার তৈরি ভারতীয় ১ রুপির কয়েন। এগুলো এখন অচল মুদ্রা। ৫৪টি মুদ্রা জব্দ করে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মে পালপাড়ায় সুভাষ পোদ্দারের বাড়িতে (সাবেক কুন্ডু বাড়ি) নির্মাণ কাজের জন্য মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধন পাওয়া গেছে বলে গুজব ছড়িয়ে পড়েছে এলাকায়। পরবর্তীতে  সেখানে দেখা গেলো কুড়িয়ে পাওয়া যায় অনেকগুলো ভারতীয় ১ রুপির দস্তার মুদ্রা। যা প্রায় দুইশ’ বছরের পুরনো। একটি পাত্রের ভেতর মুদ্রাগুলো মাটিতে পুঁতে রাখা ছিলো।

 

সর্বাধিক পঠিত