• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সৌদি আরবের কমিউনিটি পরিচালিত দুটি স্কুলই নিজস্ব জমিতে করা হবে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ১১ মে ২০১৯, ১৪:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের মানুষের প্রয়োজনে দেশে হোক কিংবা বিদেশে হোক সরকারের সামর্থ্য অনুযায়ী সেটা কখনো অপূর্ণতা থাকবে না। সৌদি আরবের কমিউনিটি পরিচালিত দুটি স্কুল এন্ড কলেজ নিজস্ব অর্থায়নে নিজস্ব জমিতে করা হবে। গতকাল সৌদি আরবের জেদ্দায় আওয়ামী লীগের দশ সংগঠন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতোিদন বেঁচে আছেন বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে এবং উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় সৌদি আরবের প্রবাসীদের একামা ট্রান্সফারসহ সবধরনের সুযোগ-সুবিধার জন্যে সৌদি সরকারের সাথে সফলতার সাথে কাজ করেছেন। এখনও শিক্ষার মানকে উন্নত করতে কাজ করে যাচ্ছেন। কনসাল জেনারেল সৌদি আরবে বাংলাদেশ ন্যাশনাল কারিকুলামে পরিচালিত দুটি স্কুল এন্ড কলেজকে এমপিওভুক্তি করার দাবি জানান।
জেদ্দাস্থ এলিট হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেদ্দাস্থ আওয়ামী লীগের দশ সংগঠনের প্রধান সমন্বয়ক অ্যাডঃ মাহমুদুল হাসান শামীম। ফ্রেন্ডস্ অব বাংলাদেশ জেদ্দার সাধারণ সম্পাদক দেলোয়ার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু। বক্তব্য রাখেন সারতাজুল ইসলাম দীপু, ফজলুল করিম ভিক্টর, হুমায়ূন কবিরসহ আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা ও মক্কা জেদ্দা থেকে আগত অনেক নেতা-কর্মী।

 

সর্বাধিক পঠিত