রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২
রোঃ এম এ আহাদ রোটার্যাক্ট প্রতিনিধি নির্বাচিত
রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের ২০১৯-২০ রোটারীবর্ষের জন্য রোটার্যাক্ট প্রতিনিধি (ডিআরআর) নির্বাচিত হয়েছেন রোঃ এম এ আহাদ। ৩ ও ৪ মে কুমিল্লায় অনুষ্ঠিত দুদিনব্যাপী ৬ষ্ঠ রোটার্যাক্ট জেলা সম্মেলনে প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের ১৪২ ক্লাবের মধ্যে ১১২ ক্লাবের প্রতিনিধিগণ ভোট প্রদান করেন। ১১২ ভোটের মধ্যে রোঃ এম এ আহাদ ৫৫ ভোট পেয়ে রোটার্যাক্ট প্রতিনিধি (ডিআরআর) নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রোঃ কৃপালী রাহুল চৌধুরী পেয়েছেন ৫২ ভোট।
৩ মে সম্মেলনের উদ্বোধক ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২-এর গভর্নর রোটারিয়ান দিল নাশিঁন মোহসেন। রোটার্যাক্ট প্রতিনিধি (ডিআরআর) রোঃ নাফিজুল আলম বাঁধনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আকম বাহা উদ্দিন বাহার।
উল্লেখ্য, রোটার্যাক্টর এম এ আহাদ ২০১৮-১৯ রোটারীবর্ষে জেলা সচিব ও ২০১৭-১৮ রোটারীবর্ষে জেলা কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১৪-১৫ রোটারীবর্ষে রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটির সভাপতি ছিলেন। জেলা রোটার্যাক্টর প্রতিনিধি হিসেবে আগামী জুলাই হতে আগামী এক বছরের জন্যে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
রোটার্যাক্টর এম এ আহাদের বিজয়ে চাঁদপুর জোনের সকল রোটার্যাক্ট ক্লাব তাঁকে অভিনন্দন জানায়।