• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর থেকে সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু

প্রকাশ:  ০৫ মে ২০১৯, ১১:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঘূর্ণিঝড় ফণীর কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে চাঁদপুর-ঢাকাসহ কয়েকটি নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে।

প্রতিদিন ভোর ৬টা থেকে এই পথে লঞ্চ চলাচল করলেও চাঁদপুরের সবগুলো লঞ্চ রাজধানীর সদরঘাটে আটকা পড়ে। তবে সোনারতরী নামে একটি লঞ্চ চাঁদপুরে অবস্থান করায় তা আজ রবিবার সকাল ৮টায় যাত্রীদের নিয়ে সদরঘাটের উদ্দেশে যাত্রা করে। এই লঞ্চের মাস্টার মো. ইব্রাহিম জানান, টানা তিন দিন বন্ধ থাকার পর যাত্রীদের নিয়ে লঞ্চটি যাত্রা করেছে।

এদিকে গত তিন দিন লঞ্চ চলাচল বন্ধ ছিল। এখন তা চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, নদীপথ স্বাভাবিক হয়ে আসার কারণে এখন থেকে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হলো।

সর্বাধিক পঠিত