ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে মঙ্গলবার।আগামীকাল প্রথম ধাপে প্রায় দেড়শ উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায় তথ্য সংগ্রহ করা হবে।হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের পাশাপাশি মৃতদের নাম কাটা হবে। এবার হিজড়া পরিচয়েও ভোটার করা হবে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করবেন। একইভাবে অন্য কমিশনাররা দেশের বিভিন্ন জেলায় এ কার্যক্রম উদ্বোধন করবেন।নতুন তথ্য সংগ্রহের পর আগামী ২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে নির্দিষ্ট কেন্দ্রে তাদের নাম রেজিস্ট্রেশন ও ছবি তোলার কার্যক্রম।এবার ৮০ লাখ নাগরিকের তথ্য সংগহের লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন। ইসির সংরক্ষিত তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ১০ কোটি ৪৩ লাখ ভোটার রয়েছে।
এদিকে রোহিঙ্গারা যাতে অন্তর্ভুক্ত হতে না পারে সে জন্য ৩২ উপজেলায় বিশেষ এলাকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।কোনোভাবেই যাতে রোহিঙ্গারা ভোটার হতে না পারে সে বিষয়ে ১০ দফা নির্দেশনাসহ কঠোর তৎপরতা রাখতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।ইতিপূর্বে ভোটার হওয়ার জন্য যারা ফরম পূরণ করেছেন, ছবি তুলেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি- তাদের আর নতুন করে ভোটার হওয়ার প্রয়োজন নেই। হালনাগাদের সময় ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের ছাপও নিয়ে রাখা হবে।এদিকে বাদপড়া সবার তথ্য যাতে সংগ্রহ করা হয় সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়েছে কমিশন।যুগান্তর