শিশুদের দিয়ে জাটকা নিধন
প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ১২:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মার্চ-এপ্রিল দু মাস চাঁদপুরের মেঘনায় কোনো মাছ ধরা যায় না। কারণ, এ সময় ইলিশের পোনা জাটকার ব্যাপক বিচরণ থাকে এ নদীতে। এই দুইমাসে জাটকা পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হবার সুযোগ পায় এবং সুস্বাদু হয়। সেজন্যে সরকার এ সময়টাতে জেলেদের জন্যে নদীতে জাল ফেলা নিষিদ্ধ করে ইলিশ অভয়াশ্রম কর্মসূচি পালন করে। নিষিদ্ধ সময়ে জেলেরা জাল ফেললেই হয় জেল-জরিমানা। তবে শিশুরা জাল ফেলে ধরা পড়লে জেল-জরিমানা হয় না, মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। সেজন্যে জেলেরা তাদের শিশু সন্তানদের লেলিয়ে দেয় জাটকা নিধনে। এমন দৃশ্যই গত শনিবার পুরাণবাজারের হরিসভাস্থ রণাগোয়াল এলাকার মেঘনা থেকে ক্যামেরায় ধারণ করেছেন চাঁদপুর কণ্ঠের আলোকচিত্রী বাদল মজুমদার।