• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সড়কের মাঝখানে বিদ্যুতের পিলার ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশ:  ২০ মার্চ ২০১৯, ১৪:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জের ১নং বালিথুবার চান্দ্রা-ফরিদগঞ্জের এলজিইডি নির্মিত মেইন সড়কের উপর বিদ্যুতের পিলারের কারণে দুর্ঘটনার আশঙ্কায় আছে এ সড়কের চলাচলকারী জনগণ। সড়কটিতে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রীদের জন্যে জীবন-মরণের খেলা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন এ সড়কের নিয়মিত চলাচলকারী চালক, হেলপার ও যাত্রীসাধারণ।
    অভিযোগের আলোকে চান্দ্রা বাজারের উত্তর পাশে এবং গাজী বাড়ির পূর্ব পাশে দেখা যায়, বিদ্যুতের পিলারটি এলজিইডি প্রধান সড়কের উপর অবস্থিত। এটি সে এলাকার প্রধান সড়ক হওয়ায় খুব বেশি ব্যস্ততম একটি সড়ক। সড়কটি দিয়ে প্রতিনিয়ত চলছে যানবাহন। যার মধ্যে সিএনজি স্কুটার, অটোরিক্সা, মোটরগাড়ি, পিকআপ, কাভার্ডভ্যান, ট্রাক ও তেলের লরিসহ নানারকমের যানবাহন।
    এ সময় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখা যায়, পিলারটির কাছে যানবাহন আসলে খুব সতর্কতার সাথে যেতে হয় এবং ওই স্থান দিয়ে একটির বেশি যানচলাচল করতে পারে না। এ সময় স্থানীয় মনির হোসেন জানান, ইতিপূর্বে এ পিলারটির কারণে ছোটখাটো অনেক দুর্ঘটনা ঘটেছে। এছাড়া সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিজিসহ অনেকে এ বিদ্যুৎ পিলারটির ভয়াবহতার কথা এ প্রতিনিধির কাছে তুলে ধরেন।
    বিষয়টি নিয়ে এ অঞ্চলের বিদ্যুৎ বিভাগের এজিএম মোঃ রফিকুল ইসলামের সাথে গত একমাস আগে কথা হলে তিনি বলেছিলেন কদিনের মধ্যে পিলারটি সরাবেন। কিন্তু একমাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত তা সরানোর কোনো আভাস পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত