• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ড্যাফোডিল ও রাওয়ার মধ্যে সমঝোতা স্মারক

প্রকাশ:  ১১ মার্চ ২০১৯, ০৯:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া), ড্যাফোডিল পরিবার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) একত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে এখন থেকে একযোগে কাজ করবে।  এ বিষয়ে  অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এবং ড্যাফোডিল পরিবারের মধ্যে একটি সমঝোতা স্মারক ৯ মার্চ শনিবার রাওয়া কনভেনশন সেন্টারের ঈগল হলে স্বাক্ষরিত হয়।  রাওয়ার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রাওয়া’র সেক্রেটারী জেনারেল লেঃ কর্নেল মোঃ শামসুল ইসলাম (অবঃ) এবং ড্যাফোডিল পরিবারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।
    উদ্যোক্তা উন্নয়ন ও কর্মজীবন সহায়তা কর্মসূচি, দ্বিপাক্ষিক এবং পারস্পরিক সহযোগিতা ও সুবিধার আদান-প্রদান কর্মসূচি, দক্ষতা বিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান এবং রাওয়ার নির্বাহী কমিটির চেয়ারম্যান মেজর খন্দকার নূরুল আফসার (অবঃ), সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল আলম (অবঃ), ভাইস চেয়ারম্যান লেঃ কর্নেল মুস্তাফিজুর রহমান (অবঃ)সহ এক্সিকিউটিভ কমিটির সকল সদস্য, রাওয়ার উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যগণ, রাওয়া এন্ট্রাপ্রেনারস্ ফোরামের কনভেনার লেঃ কর্নেল এএম মোশারফ হোসেন (অবঃ)সহ সকল সদস্যবৃন্দ এবং সম্মানিত উপদেষ্টাম-লীর সদস্যবৃন্দ, রাওয়া রিসার্চ ফোরামের গভর্নিং বডির সম্মানিত সভাপতিসহ সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ ও রাওয়া সচিবালয়ের প্রধান নির্বাহীসহ কর্মকর্তাবৃন্দ এবং ড্যাফোডিল পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।