• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন : অ্যাডঃ নূরুল আমিন রুহুল

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগ ও মহাজোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ¦ অ্যাডঃ নূরুল আমিন রুহুল বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির অহঙ্কার। আওয়ামী লীগ সরকারের আমলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন। আর এ কারণেই মুক্তিযোদ্ধাদের শতভাগ ভোট নৌকা মার্কায় প্রত্যাশা করছি। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মুক্তিযোদ্ধাদের জন্যে আরো সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে মুক্তিযোদ্ধারা আরেকটি বিজয় উৎসব করবেন।
গত ২২ ডিসেম্বর মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে নৌকা মার্কার সমর্থনে পথসভায় তিনি এ কথাগুলো বলেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের সভাপতিত্বে ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক নির্মাল গোস্বামী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, জেলা কৃষকলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ রঞ্জন সরকার, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রব, মোঃ নূরুল আলম, মোঃ শফিকুর রহমান ও মোঃ শাহজাহান সরকার। আলোচনা সভার পূর্বে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ মজুমদার। পরে অ্যাডঃ নূরুল আমিন রুহুল মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত