• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর-৩ আসনে মহাজোট প্রার্থীর সমর্থনে কর্মী সমাবেশে ডাঃ দীপু মনি

নৌকার বিজয়ে জাতীয় পার্টির নেতা-কর্মীদেরও ভূমিকা রাখতে হবে

শেখ হাসিনা ও এরশাদের নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করুন : অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন খান

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মহাজোটের প্রার্থী ডাঃ দীপু মনির  নৌকা মার্কার  সমর্থনে জেলা জাতীয় পার্টির আয়োজনে গতকাল ২২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় চাঁদপুর ক্লাব মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়ার সভাপ্রধানে এবং চাঁদপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ শওকত আখন্দ আলমগীর, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ খোরশেদ আলম খুশু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর শহর জাপার সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম সিরু মিজি, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক বিএম নুরুজ্জামান, শফিউল আজম শাহজাহান।
    পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্রনেতা মোঃ আরিফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ আবুল হোসেন মিজি, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ সম্পাদক মোঃ শরীফ পাটোয়ারী, শহর জাতীয় যুবসংহতির সদস্য সচিব মোজাম্মেল হক মারুফ, আহ্বায়ক শাহীন বেপারী, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোঃ নাজমুল গাজী, সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য ইব্রাহিম দেওয়ান স্বপন, শাহজাহান মাতাব্বর, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ শাহআলম মিজি, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ¦ মোঃ নান্নু ভূঁইয়া, জেলা কৃষক পার্টির সদস্য সচিব আবুল হাসেম দর্জি, জেলা কৃষক পার্টির আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্টু গাজী, জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক মোঃ ফেরদৌস খান, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাওঃ জাকির হোসেন হিরু, জেলা জাতীয় যুবসংহতির সদস্য সচিব গোলাম মোস্তফা নিঝুম পাটোয়ারী প্রমুখ।
    কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুরের কৃতী সন্তান অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে নৌকা মার্কার তথা মহাজোটের প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডাঃ দীপু মনি।
    ডাঃ দীপু মনি তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই। আর এর জন্যে জাতীয় পার্টির নেতা কর্মীদের অগ্রণী ভূমিকা নিতে হবে। তিনি আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে মহাজোটের শরীক সকল রাজনৈতিক দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ২০০৮ সালে মহাজোটের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ কাজের মধ্য দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বিজয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে দীপু মনি বলেন, চাঁদপুরবাসীর বিগত দিনের সকল দাবিসহ তাদের সমস্যাগুলো একে একে আমি পূরণ করেছি। তাই আগামী দিনে এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
    প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে মহাজোট সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছে। আর এ উন্নয়নের অগ্রযাত্রার নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ডাঃ দীপু মনিকে নৌকা প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, ডাঃ দীপু মনি আমাদের চাঁদপুরের গৌরব। তিনি একজন সৎ ও ন্যায়পরায়ণ নারী। তিনি এমপি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। সারাবিশে^ চাঁদপুরবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তাঁর বিরুদ্ধে আজো কোনো দুর্নীতির অভিযোগ আসেনি। তাই ৩০ ডিসেম্বর নির্বাচনে সৎ, ন্যায়পরায়ণ ও সততার দৃষ্টান্ত স্থাপনকারী নারী নেত্রী ডাঃ দীপু মনিকে নৌকা প্রতীকে বিজয়ী করার জন্যে জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।