প্রার্থিতা ফিরে পেতে ৫ ডিসেম্বরের মধ্যে আপিল
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে যে ৮টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা প্রার্থিতা ফিরে পেতে চাইলে আগামীকাল ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন। কমিশন আপিলের নিষ্পত্তি করবে ৮ ডিসেম্বরের মধ্যে। গতকাল সোমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর চাঁদপুরের পাঁচটি আসনে ৫৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে ৮ জনের মনোনয়ন বাতিল হয়। যার মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে ছিলেন বিএনপির সাবেক এমপি ফরিদগঞ্জ আসনের প্রার্থী লায়ন হারুনুর রশিদ।