• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ৫টি সংসদীয় আসনে ৯২ জন প্রার্থী দলীয় মনোনয়নে প্রত্যাশী

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ২১:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ১১তম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি, ইসলামী আন্দোলন ও ইসলামিক ফ্রন্টের মোট ৯২ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে তারা তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করে স্ব স্ব দলীয় কার্যালয়ে জমা প্রদান করেছে।
ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, চাঁদপুরে ৫টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামীলীগের ৪টি আসনের নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। কিন্তু দলীয়ভাবে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চাঁদপুর-১ আসনে আওয়ামীলীগ থেকে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা প্রদান করেছেন। কিন্তু চাঁদপুর-১ আসনে আওয়ামীলীগের চুড়ান্ত প্রার্থী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের নাম শুনা যাচ্ছে। এই আসনে বিএনপির ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এখানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আনম এহছানুল হক মিলন ও তার সহধর্মিনী কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবীর নাম শুনা যাচ্ছে। জাতীয় পার্টি থেকে ১ জন ও ইসলামী আন্দোলন থেকে ১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁদপুর-২ আসনের আওয়ামীলীগ থেকে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে কেন্দ্রীয় কার্যালয় তা জমা দিয়েছে। এই আসনে আওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থীর তালিকায় রয়েছে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। বিএনপির চূড়ান্ত প্রার্থীর তালিকায় রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম নূরুল হুদার উত্তরসূরী তানভীর হুদা। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব অ্যাডঃ মোঃ বোরহান উদ্দিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. মোঃ জালাল উদ্দিন এর নাম শুনা যাচ্ছে। এ আসন থেকে জাতীয় পার্টি থেকে ২ জন ও ইসলামী আন্দোলন থেকে ১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। চাঁদপুর-৩ নির্বাচনী সদর আসনের আওয়ামীলীগ থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে কেন্দ্রীয় কার্যালয় তা জমা দিয়েছে। এরমধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে বলে তার সমর্থক গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সমর্থকরাও তার মনোনয়ন পত্র চুড়ান্ত হওয়ার বিষয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই আসনে বিএনপি থেকে  ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা প্রদান করেছে। চাঁদপুর-৩ সদর আসন থেকে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সাবেক এমপি ফ্লাইট লে. এস.এ সুলতান টিটু ও প্রফেসর এম আব্দুল্লাহ মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছে। তারাও নিজেদেরকে চুড়ান্ত প্রার্থী হিসেবে সমর্থকরা ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই আসন থেকে জাতীয় পার্টির ৩ জন ও ইসলামী আন্দেলনের ১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।  চাঁদপুর-৪ নির্বাচনী সদর আসনের আওয়ামীলীগ থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে কেন্দ্রীয় কার্যালয় তা জমা দিয়েছে। এই আসনে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা ও মোঃ শফিকুর রহমান, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেলা পরিষদের সাবেক প্রশাসক লে. কর্নেল অবঃ আবু ওসমান চৌধুরী নির্বাচনে অংশগ্রহণের কথা রয়েছে। এই আসন থেকে বিএনপির সাবেক এমপি লায়ন হারুন্রু রশীদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ হান্নান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল সহ ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করে দলীয় কার্যালয়ে জমা প্রদান করেছেন। এই আসনে বিএনপির প্রার্থীরা নিজেদের মনোনয়নের বিষয়ে আশাবাদী। এই আসন থেকে জাতীয় পার্টির ১ জন ও ইসলামী আন্দেলনের ১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।  চাঁদপুর-৫ আসনের আওয়ামীলীগ থেকে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে কেন্দ্রীয় কার্যালয় তা জমা দিয়েছে। এই আসনে আওয়ামীলীগের সাবেক সরাষ্ট্রমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাড. নুরজাহান বেগম মুক্তা, দুর্নীতি দমন কশিনের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়াল জেনারেল অব. এম.এইচ সালাউদ্দিন, ফাওয়ার সেলের ডিডি মোহাম্মদ হোসেন সহ মোট ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. এম রফিকুল ইসলামের মনোনয়নটি চুড়ান্ত বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। চাঁদপুর-৫ নির্বাচনী আসন থেকে বিএনপির ৮ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্যে সাবেক এমপি প্রফেসর এম.এ মতিন ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক সহ ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ২ জন প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে অনেকটাই আশাবাদী। চাঁদপুর-৫ নির্বাচনী আসনে জাতীয় পার্টি থেকে কোন প্রার্থী দেওয়া হয়নি। তবে ইসলামী ্আন্দোলন ও ইসলামী ফ্রন্ট থেকে ১ জন করে প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।  এই ৫টি আসনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী  আন্দোলন ও ইসলামী ফ্রন্ট থেকে মোট ৯২ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

সর্বাধিক পঠিত