জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৭ নভেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ১১:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার ৫টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁদপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে (নিচতলায়) এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্যে আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।