• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাতিসংঘের অধিবেশনে বিশ্ব নেতাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে ‘খবধফবৎং’ উরধষড়মঁব : ঞড়মবঃযবৎ ভড়ৎ এরৎষং’ ঊফঁপধঃরড়হ’ শীর্ষক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বাংলাদেশে কন্যাশিশু ও কিশোরীদের শিক্ষায় গৃহীত তাঁর সরকারের পদক্ষেপসমূহ এবং এর প্রভাবে সামাজিক সকল অর্জন তিনি তুলে ধরেন।
    বৈঠকে কাতারের আমীরসহ বেশ কটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং বিশ্বব্যাংক, ইউএন উইমেনসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কর্তাব্যক্তিরা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শেষে পরবর্তী আরেকটি বৈঠকে বক্তব্য দিতে বৈঠকস্থল ত্যাগ করলে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নেন ডাঃ দীপু মনি এমপি।

সর্বাধিক পঠিত