• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মামলার আলামত নষ্টের অভিযোগে দুদক কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১২:১৭
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

মামলার আলামত নষ্ট করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুদকের ওই কর্মকর্তার নাম মো. আমিনুর রহমান। তিনি দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ছিলেন।

জানা গেছে, ২০১৫ সালের ২৩ আগস্ট নওগাঁ জেলার মত্স্য কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। ঘটনায় দিনই তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে আমিনুর রহমানকে নিয়োগ দেয় দুদক কমিশন।

তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর তিনি আদালতে অভিযোগপত্র দেন। তবে মামলার জব্দ করা মূল আলামত ১০ হাজার টাকা তদন্ত কর্মকর্তা আমিনুর রহমানের আলমারিতে সংরক্ষিত থাকালেও তা ‘হারিয়ে যায়’। পরে মঙ্গলবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সাক্ষরকৃত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

সর্বাধিক পঠিত