• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পবিত্র মেরাজের দিনকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন

প্রকাশ:  ০৪ মার্চ ২০২০, ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মহাগৌরবময় মেরাজের দিনটিকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি করেছেন বিশ্ব সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ এই দাবি করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিল্লাল আহমেদ। এতে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, মাওঃ সাদেক হোসেন, ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম, অ্যাডঃ মামুন হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, গৌরবময় এই মহান দিনে মহান আল্লাহতাআলা প্রিয়নবী (সাঃ) কে সর্বোচ্চ নৈকট্যে উপনীত করে সাক্ষাৎ প্রদানের মাধ্যমে সমগ্র সৃষ্টিকে অসীম রহমত দান করেছেন। নেতৃবৃন্দ বলেন, আল্লাহতায়ালার এই সাক্ষাৎ মুমিনদের জন্য অসীম রহমত ও সর্বোচ্চ শোকরিয়ার বিষয়। নেতৃবৃন্দ বলেন, আগামী ২৬ রজব মেরাজুন্নবী (সাঃ) উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা যেমন ধর্মের প্রকৃত শিক্ষা সমুন্নত রাখতে সহায়ক হবে, তেমনি এ মহান দিবসটিকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।

সর্বাধিক পঠিত