• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে এশিয়ান টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তিতে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান

এশিয়ান টিভি স্বচ্ছ ও বস্তুনিষ্ঠভাবে জনগণের কথা তুলে ধরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০২০, ১২:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘সাত পেরিয়ে আটে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’। বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এশিয়ান টিভির চাঁদপুুুর প্রতিনিধি  খুরশিদ আলমের সভাপতিত্বে  ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এশিয়ান টেলিভিশন সবার মন কেড়ে নিয়েছে। কারণ স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে এশিয়ান টিভি এগিয়ে রয়েছে। নামের সাথে  কাজেও যেন এশিয়ার সবখবর এশিয়ান টিভিতে  প্রচার করা হয়। জনদুর্ভোগ ও সমস্যাজনিত নিউজগুলো বেশি বেশি প্রচার করায় আমাদের পেশাগত কাজ করতে অনেক সুবিধা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সহ-সভাপতি রহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি আল ইমরান শোভন, দৈনিক ইল্শেপাড় প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, এনটিভি প্রতিনিধি হাবিব খান, একুশে টিভি প্রতিনিধি নেয়ামত হোসেন, মোহনা টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, একাত্তর টিভি প্রতিনিধি কাদের পলাশ ও এমএম কামাল।
এশিয়ান টিভির জন্মদিনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রতিনিধি খুরশিদ আলম, সহযোগিতায় ছিলেন একই টিভি প্রতিনিধি ফাহিম শাহরিন কৌশিক ও জাহিদুল ইসলাম ভূঁইয়া।

 

সর্বাধিক পঠিত