• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের অভিষেকে জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম

সাংবাদিক হিসেবে শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকার কোনো যৌক্তিকতা নেই

প্রকাশ:  ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের অভিষেক ও বৃত্তি প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, ঐক্যের মধ্যেই শক্তি নিহিত। ঐক্যের শক্তিকে যদি আমরা উন্নয়নের ধারায় প্রবাহিত করতে পারি, মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি, দেশ, মাটি ও মানুষের অগ্রযাত্রার জন্য নিহিত করতে পারি তাহলে সেটিই হবে মানুষ হিসেবে আমাদের বড় কাজ।
অনুষ্ঠানে আতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের এমপি অ্যাডঃ নূরুল আমিন রুহুল, চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন, ভূমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী, সাবেক পরিকল্পনা কমিশনের সচিব হাবিবুল্লাহ মজুমদার, এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক ড. শাহাদাত হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানীয়া, নির্বাচন কমিশনের সচিব আবদুল বাতেন, ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মজিবুর রহমান, পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া মোঃ সোহেল রানা, সাবেক এমপি অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা ও আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজান মালিক।
প্রধান অতিথি সাইফুল আলম আরো বলেন, একটা সময় ছিল যখন বলা হতো আমি নিরপেক্ষ। সেই শব্দ এখন কিন্তু আর ব্যবহৃত হয় না। এখন আমরা বলি নিরপেক্ষতা বলে কিছু নেই। আমরা অবশ্যই পক্ষাবলম্বন করি। সেই পক্ষটি হবে দুর্নীতির বিরুদ্ধে, আমরা অবশ্যই একটি পক্ষাবলম্বন করি সেটি মিথ্যের বিপরীতে সত্যের পক্ষে। আমরা অবশ্যই একটি পক্ষাবলম্বন করি সেটি হলো সন্ত্রাসের বিরুদ্ধে, সহিষ্ণুতার পক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।
তিনি বলেন, সাংবাদিক হিসেবে শুধু সংবাদ প্রকাশের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকার কোনো যৌক্তিকতা নেই। আমরা যেমন সংবাদ পাঠকদের কাছে, কিংবা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করব, ঠিক তেমনিভাবে এ দেশ, মাটি ও মানুষের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, ঋণ আছে। সেই ঋণ শোধ করার একটি বড় প্রয়াস হল এ দেশের উন্নয়নে, মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদের ভূমিকা রাখা।
শাইখ সিরাজ বলেন, চাঁদপুর ইলিশের শহর এটি বলেই আমরা থেমে গেছি। ইলিশের যে ব্র্যান্ডিং করার দরকার ছিল বিশ্বব্যাপী সেটি আমরা করতে পারিনি। চাঁদপুর বড়লোক হতে পারে পর্যটনে। ইলিশের ভেসেলে কিভাবে ইলিশ ধরা হয় সেটি দেখার জন্য পর্যটকদের আকৃষ্ট করা গেলে অনেক উন্নয়ন হতো।
নূরুল আমিন রুহুল বলেন, গুলি, বন্দুক, টিয়ার শেল, বোমার চেয়েও শক্তিশালী হলো কলম। সাংবাদিকরা সমাজের অনেক চিত্র তুলে আনেন যা প্রশাসন থেকে শুরু করে আমলা-নেতা সবাইকে নাড়িয়ে দেয়। সমাজের পরিবর্তনে তাই কলম হাতিয়ার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আহ্বায়ক আবু কাওসার। পরে ফোরামের সদস্যদের কৃতী সন্তানদের বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ এবং যুগ্ম সম্পাদক সফিক শাহিন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।

 

সর্বাধিক পঠিত